নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে “সৃজনশীল সখীপুর” নামের স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে একই বংশের ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।
নাট্যজন আলী হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক ও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, সংবর্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, শামসুল হক মুন্সী প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এমও গণি, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, আনছার আলী আসিফ, অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধেয় ১৪ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৯ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উপহার এবং মৃত ৫ বীর মুক্তিযোদ্ধার সম্মাননা স্মারক-উপহার তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
–এসবি/ডেস্ক
Leave a Reply