নিজস্ব প্রতিবেদকঃ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সখীপুরে মঙ্গলবার আনন্দশোভা যাত্রা, আলেচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রায় হাজার খানেক আদিবাসীদের উপস্থিতিতে আনন্দশোভা যাত্রা উপজেলা পরিষদ মাঠ থেকে উপজেলা রোড হয় সখীপুর বাজারের পৌর শহরের মুখতার ফোয়ারা চও্বর প্রদক্ষীণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্তি হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সচীন্দ্র চন্দ্র কোচের সভাপতিত্বে ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞ্চালনায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, কোষ আদিবাসী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কোচ রতন, রায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সখিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধ নরেশ চন্দ্র সরকার, সখিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় হাজার খানেক অধিবাসী শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। আদিবাসী দিবসের সমাবেশে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কোচ আদিবাসী ইউনিয়ন, বর্মন ছাত্র পরিষদ সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন
Leave a Reply