নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ও সখীপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ভোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ লুৎফর রহমান। তিনদিনব্যাপী কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।