নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২টায় পৌর এলাকার নিশ্চিন্তপুর ও বাঁশবাড়ী রেস্টুরেন্টে অড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃত ওই শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানায় পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভটিজিং প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিভাবকদের মুসলেকা তাদের ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, কিশোর অপরাধ, ইভটিজিং নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।