মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeখেলাধুলাসখীপুরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধনে বাধা, সভাপতি-শিক্ষার্থীসহ আহত ৪

সখীপুরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধনে বাধা, সভাপতি-শিক্ষার্থীসহ আহত ৪

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে বাধা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠেছে। সোমবার দুপুরে শিক্ষার্থীদের ওই মানববন্ধনে প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তাঁদের লোকজনের বিরুদ্ধে হামলা করার অভিযোগ ওঠে। উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে উভয়পক্ষই থানায় মামলা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। গত ২৪ জুলাই বিদ্যালয়ের খেলার মাঠে বেড়া, গাছ রোপণ ও ঘর নির্মাণ করে দখলে নেন জনৈক নূরুল ইসলাম ও তাদের লোকজন। এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, জমিটি আমাদের। আদালতের রায় পেয়ে খেলার মাঠটি দখলে নিয়েছি। সোমবার সকালে স্কুলের শিক্ষক-শিক্ষর্থীরা সীমানা বেড়া ও ঘর ভেঙে নিয়ে গেছে এবং আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ নিয়ে থানায় মামলা দিয়েছি।

বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। বিভিন্ন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতাও এ মাঠে অনুষ্ঠিত হয়। অর্ধশত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ বেড়া দিয়ে দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে মাসাধিকাল ধরে। সোমবার সকালেও শিক্ষার্থীরা মাঠ রক্ষায় মানববন্ধন করতে গেলে প্রতিপক্ষের লোকজন বালু ও মরিচেরগুড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ উদ্দিন, দশম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাকিবুল হাসান ও মহিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

এ প্রসঙ্গে সখীপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) রেজাউল করিম বলেন, উভয় পক্ষই মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা ডেস্ক

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img