নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মুখতার আলী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের আয়োজনে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শওকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,
মুখতার আলী স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সখীপুর পিএম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান, সখীপুর আবাসিক মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যক্ষ এস এম জাকির হোসাইন, সখীপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন মিয়া, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মজিবর রহমান চাঁন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইউম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেকসহ আতিকুর রহমান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাইফুল ইসলাম শামীম, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ । অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আবদুল আলীম।
উল্লেখ্য আলহাজ মুখতার আলী তালুকদারের সন্তান কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ছিলেন। তাঁর কনিষ্ঠ সন্তান জুলফিকার হায়দার কামাল লেবু সখীপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নাতি সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply