নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের জমি নিয়ে বিরোধে প্রধান শিক্ষকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সখীপুর-বহেড়াতৈল সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, সম্প্রতি স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বন বিভাগের সঙ্গে একটি মামলায় জয়ী হয়ে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠটি নিজের দখলে নেন। পরে তিনি মাঠের ভেতরে ঘরও নির্মাণ করেন।
গত ২৯ আগস্ট এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাঠ ফিরে পেতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলাম এবং তাঁর লোকজন বাধা দেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাঠের ভেতরের স্থাপনা ভেঙে দিয়ে মাঠটি নিজেদের দখলে নেয়। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।
এই ঘটনায় নুরুল ইসলাম গত রোববার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমানসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলাকে মিথ্যা দাবি করে সোমবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
নবম শ্রেণির শিক্ষার্থী শবনম আজমী জানায়, ওই মাঠে আমরা সব সময় খেলাধুলা করি। মাঠ নিয়ে বিরোধে আমাদের স্যারের নামে মামলা করা হয়েছে। আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম মোবাইল ফোনে সখীপুর বার্তাকে বলেন, দীর্ঘদিন মামলা চলার পর আদালত ওই জমি আমাদের বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়ে দুটি স্থাপনা ভেঙে দিয়ে জমিটুকু দখলে নিয়েছে। এ কারণে আমি পুনরায় আদালতে মামলা করেছি।
–বার্তা ডেস্ক