মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে ৫ দফা দাবিতে কর্মবিরতি

সখীপুরে ৫ দফা দাবিতে কর্মবিরতি

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পাঁচ দফা দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে ত্রাণ ও পুনর্বাসন এবং প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ এ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর (সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত) এ কর্মসূচি চলে।

দাবিগুলো হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ -এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ। এ সময় অবিলম্বে এসব দাবি মেনে কর্মতৎপরতা ফিরিয়ে আনার দাবি করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক জাকির হোসেন বলেন, অবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি পালন করবো।

বার্তা ডেস্ক

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img