নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তিনটি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ের ফুটবল ফাইনাল খেলায় কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজ।
এদিকে, একই দিন মেয়েদের হ্যাণ্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়কে ১১-৩ গোলে হারিয়ে সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং মেয়েদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে আদর্শ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও ফারজানা আলম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, অধ্যক্ষ খলিলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলিী শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ।
Leave a Reply