নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ট্রাক চাপায় মামা মাসুদ রানা (২৮) এবং ভাগ্নে শাকিল আহমেদ (১৭) এর মর্মান্তিক মত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে জনতা।
এলাকাবাসী জানায়, মামা মাসুদ ও ভাগ্নে শাকিল শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে
স্থানীয় একটি বাজারে যাওয়ায় জন্য বের হয়।সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় দুজনেই পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।