শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
Homeসখীপুরসখীপুরে দিনভর উত্তেজনা: এমপিকে আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করল আ.লীগ

সখীপুরে দিনভর উত্তেজনা: এমপিকে আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করল আ.লীগ

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। রোববার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ হলে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুসারীদের মধ্যে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুসারীরা সৃজনশীল সখীপুর নামের একটি সংগঠনে হামলা চালিয়ে সংসদ সদস্যের অনুসারী দুই নেতাকে লাঞ্ছিতও করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের দাবি- পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুটি পক্ষই সোমবার বিকেল ৩টায় পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নেয়। এতে পৌর শহরে দিনভর দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় উত্তেজনা বিরাজ করে। কিন্তু পুলিশের শক্ত অবস্থানের কারণে কোন পক্ষই মোখতার ফোয়ারা চত্বরে প্রবেশ করতে পারেনি।

সোমবার বিকেল ৩টায় সংসদ সদস্যের অনুসারীরা পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুসারীরা ডাকবাংলো চত্বরে সংঘবদ্ধ হয়।
কিন্তু বিকেল তিনটার আগেই পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে সখীপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেওয়ায় কোনো পক্ষই নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারেনি।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এ সময় তাঁরা স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে পূর্ণাঙ্গ কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করতে পাঁচ দিনের আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে আজকের নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হলো। এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের সঙ্গে সমন্বয় করেই যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে। তারা যা করছে দলীয় শৃঙ্খলা বিরোধী তাকাজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img