মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুরে বাকি না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট ও দোকান ভাঙচুর

সখীপুরে বাকি না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট ও দোকান ভাঙচুর

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে ডাল ও চিনি বাকি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক হাবিবুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার চকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মোবারক হোসেন বৃহস্পতিবার হাবিবুর রহমানের মুদি দোকানে বাকিতে ডাল ও চিনি কিনতে যান। এ সময় দোকান মালিক তা দিতে অপারগতা জানান। এ নিয়ে দোকান মালিকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও তার ভাই মানিক মিয়া ব্যবসায়ী হাবিবুর রহমানের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তারা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ক্যাশবাক্সে থাকা ২০ হাজার টাকার লুট করে নেয়।

ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, বাকি না দেওয়ায় ওরা দুই ভাই মিলে আমার দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বাধা দেওয়ায় আমার মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২০ হাজার টাকা লুট করে নেয়।

স্থানীয় ইউপি সদস্য শাহজালাল মিয়া বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় দু’পক্ষই মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img