নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাকড়াজান ইউনিয়ন পরিষদের আয়োজনে দিঘিরচালা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেনের সভাপতিত্বে সখীপুর থানার ওসি রেজাউল করিম, ওসি তদন্ত সালাউদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য রুহুল আমিন, শাহজালাল মিয়া, বাজার বনিক সমিতির সভাপতি আ. কাদের মিয়া প্রমুখ বক্তব্য দেন। এসময় বক্তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা তুলে ধরেন।