নিজস্ব প্রতিবেদক: সখীপুরে স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। সরকারি সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজে মাঠে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পৌরমেয়র আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন বই পাওয়ার অপেক্ষায় সখীপুরের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বই পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। উপজেলার বিভিন্ন স্কল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়াও বই বিতরণ উৎসব-২০২৩ এর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন অতিথিরা।