কালিয়া ও হাতিবান্ধা ইউনিয়নে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে  এ তথ্য জানানো হয়। ওই পত্রটি  সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে তাঁরা জানান।
এর মধ্যে কালিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ ও হাতীবান্ধা ইউনিয়ন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
কালিয়া ইউনিয়নে সদস্য হিসেবে উপ সহকারী প্রকৌশলী এলজিইডি সাজেদুল আলম, জামিল রহমান,
উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ, ফিল্ড সুপার সুপার ভাইজার খান মনিরুস সালেহীন, হিসাব সহকারী (বিআরডিবি) মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (শিক্ষা) নুরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী সানোয়ার হোসেন, উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সোহেল রানা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আসমা খাতুন।
অন্যদিকে হাতিবান্ধা ইউনিয়নে পরিষদের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আলমগীর হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার শামীম আল মামুন, প্রধান পরিদর্শক (বিআরডিবি) আয়নাল হক খান, মাঠ কর্মকর্তা (পল্লী দারিদ্য বিমোচন ফাউন্ডেশন) আমিনুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার সুমন মিয়া, মাঠ সহকারী জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া ইসলাম যুথি, মাঠ সহকারী তোফায়েল আহমেদ, মাঠ সংগঠক শফিউল ইসলাম।
কালিয়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, সঠিক সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, ওই দুই ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে উপ‌জেলার ৫নং হাতিবান্ধা ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৫নং হাতিবান্ধা ও ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউ‌নিয়ন গঠন করা হয়।
অন্য‌দি‌কে ৬ নং কালিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৬নং কালিয়া ও ১০ নং বড়চওনা ইউনিয়ন গঠন করা হয়।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *