
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সামিউল বাছির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন বক্তব্য দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।