
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার (২৩,২৪ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবু সাইদ (বিকম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ। অন্যান্যদের মধ্যে এসময় সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রকৌশলী শহিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শরবেশ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান মিয়া,
স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো: উজ্জ্বল হোসাইন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য স্বপ্না আক্তার, সখীপুর প্রেসক্লাবের সদস্য মোস্তফা কামাল, কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কবি শাহ আলম সানি, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন, বহেড়াতৈল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জুলহাস আহমেদ রাজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।