ইকবাল সিদ্দিকীর মৃত্যুতে কাদের সিদ্দিকীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

এক শোক বার্তায় বঙ্গবীর জানিয়েছেন- দলের যুগ্ম সাধারণ ইকবাল সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর অকাল প্রয়াণে কৃষক শ্রমিক জনতা লীগ এবং আমার পরিবারের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধাজ্ঞাপন করছি।
বিগত দিনগুলোতে কৃষক শ্রমিক জনতালীগের রাজনৈতিক তৎপরতায় তাঁর বলিষ্ঠ ভূমিকা এবং অবদান জাতি গভীর
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর অকাল মৃত্যুতে আমাদের দল কৃষক শ্রমিক জনতালীগ যেমন একজন নিবেদিত প্রাণ অকুতোভয় বলিষ্ঠ নেতাকে
হারিয়েছে, তেমনি জাতি একজন মেধাসম্পন্ন মননশীল শিক্ষাবিদকে হারিয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত ১ মার্চ ইকবাল সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ যোহর গাজীপুরের রাজেদ্রপুর কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

এসবি/সানি 

Author: sp-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *