
নিজস্ব প্রতিবেদক: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজানে’ এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে সখীপুরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিস বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম সভাপতি হিসেবে বক্তব্য দেন। সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) নির্বাচন অফিসার আতাউল হক মজনু প্রমুখ বক্তব্য দেন। সভায় উপজেলা মৎস্য অফিসার সমীরণ চন্দ্র সাহা, সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কেবিএম খলিলুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।