
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন দিনব্যাপী এসব কর্মসূচী পালন করে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর উপজেলা হল রুমে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম প্রমুখ। পরে ১০৩ পাউন্ড কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করা হয়।