সখীপুরে রাস্তা নির্মাণে বাধা ও ভেকু চালককে গ্রেফতারের প্রতিবাদে বনবিভাগের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে রাস্তা নির্মাণে বাধা ও ভেকু চালককে গ্রেফতারের প্রতিবাদে বনবিভাগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উপজেলার দেওয়ানপুর মাদ্রাসা মাঠে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
জানা যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৮ নং বহুরিয়া ইউনিয়নের দেওয়ানপুর হতে কালমেঘা চৌরাস্তা পর্যন্ত এলজিইডি’ র আওতাধীন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নামে আড়াই কিমি সড়কটি পাকাকরণের জন্য খনন কাজ শুরু হয়। শুরুতেই একবার বনবিভাগের কর্মকর্তারা বাধা প্রদান করে। এর পাঁচ-ছয় দিন অতিবাহিত হলে গতকাল সোমবার রাস্তার মাটি খননের সময় সজীব নামে এক ভেকু চালককে গ্রেফতার করে।
এরই প্রেক্ষিতে বনবিভাগের কর্মকর্তাদের এসব অন্যায় কর্মকাণ্ডের ও ভেকু চালককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয় কয়েক জন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, হতেয়া রেঞ্জের কড়ইচালা বিট কর্মকর্তারা সরকারি উন্নয়ন কাজে অন্যায়ভাবে বাধা ও সজীব নামে একজন নির্মান শ্রমিককে (ভেকু চালক) গ্রেফতার করে। এই দেশে ঘরবাড়ি নির্মাণে বাধা, রাস্তা পাকাকরণে বাধা,এখন বন বিভাগের জন্য আমরা যাবো কোথায়।

বক্তারা এসময় বলেন, বন বিভাগের লোকজন ঘরবাড়ি করতে বাধা দেয় আবার টাকা দিলেই করতে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই ভিশন যখন আমরা বাস্তবায়নের চেষ্টা করছি তখনই বনবিভাগের লোকজন তা বাধাগ্রস্ত করছে। দেশের উন্নয়নে বাধা দেওয়া কড়ইচালা বিট কর্মকর্তা শংকর বীরকে প্রত্যাহারেরও দাবি জানান। সেই সাথে গ্রেফতারকৃত ভেকু চালকের জামিন ও মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার জুয়েল রানা,
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন, ৮ নং ইউপি সদস্য সোহেল তালুকদার, মহিলা ইউপি সদস্য রাহেলা শাজাহান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবু তাহের, স্থানীয় আওয়ামীলীগ সভাপতি আক্কাছ আলী ঠান্ডু, সাধারণ সম্পাদক সোলায়মান,
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সানোয়ার খান শরীফ যুবলীগ নেতা বাবুল রানা প্রমুখ।

Author: Ismail Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *