
নিজস্ব প্রতিবেদক: শাহীন শিক্ষা পরিবার সখীপুর শাখার পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী ডাকবাংলো চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুদুল আলম শাহীন। শাহীন আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম, শিক্ষা অফিসার রাফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৮১ জন কৃতি শিক্ষার্থীকে শেভ ফাউন্ডেশন বৃত্তি দেওয়া হয়। তাদের হাতে ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আলম শাহীন।