বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeখেলাধুলাএখন সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই- ক্রীড়া প্রতিমন্ত্রী

এখন সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই- ক্রীড়া প্রতিমন্ত্রী

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার উপজেলার ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কোথাও জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। শেখ হাসিনার সরকার খেলাধুলাবান্ধব সরকার। শেখ হাসিনার পুরো পরিবার খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। খেলাধুলার বিকাশে এ সরকার নানা উদ্যোগ নিয়েছে । শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পটি ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশব্যাপী এ বিশাল কর্মযজ্ঞ সফলতার সঙ্গে বাস্তবায়ন করে চলেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ওসি রেজাউল করিমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৫৩৬ টাকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img