নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। স্কুল পরিচলনা পর্ষদের সভাপতি মাহমুদা হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম, বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়াসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। মফস্বল এলাকায় উন্নতমানের শ্রেণি কক্ষ, ওয়াশরুম, বাথরুমসহ নানা সুবিধা সম্পন্ন একাডেমিক ভবন হওয়া শিক্ষা প্রসারে এগিয়ে যাওয়া। যা বর্তমান সরকার এ বিদ্যালয়ে করে দিয়েছেন। নানা সুবিধা সম্পন্ন উন্নতমানের একাডেমিক ভবন পেয়ে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে।