সাইফুল সানি: সখীপুরে গরু চুরিরোধে কুরবানির ঈদ পর্যন্ত খামারিদের সতর্ক থাকতে বলেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম। গতকাল শুক্রবার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থানা মসজিদে জুমার নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন। এ সময় তিনি এ খবর গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ারও অনুরোধ করেন।
উপস্থিত মুসল্লিদের সতর্ক করে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়েন। এই সুযোগে সংঘবদ্ধ চোর চক্র গবাদি পশুগুলো চুরি করে অল্প দামে বিক্রি করে দেয়। কুরবানির ঈদকে কেন্দ্র করে এই চক্রটি আরও বেশি সক্রিয় হয়েছে। এ সময় তিনি উপজেলার বেশ কয়েকটি গরু চুরির ঘটনা তুলে ধরেন। কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও উল্লেখ করেন।
খামারিদের উদ্দেশে তিনি বলেন, সারা বছর কষ্ট করে গরুগুলো পালন করেছেন। ঈদের এই কয়েকটি দিন একটু সতর্ক হলেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে। এ বিষয়ে পুলিশের টহল তৎপরতাও বাড়ানো হয়েছে।
–বার্তা ডেস্ক: