নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম গণসংযোগ করেছেন। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জোয়াহেরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল উন্নয়ন হয়েছে অন্য সরকারের সময়ে হয়নি। বাসাইল-সখীপুর উপজেলাকে নতুন আঙ্গিকে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি নেতা না, আমি জননেত্রী শেখ হাসিনার কামলা। আওয়ামী লীগের কামলা হিসেবে যদি ভালো কাম করে থাকি তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে অবশ্যই আপনাদের কাছে আমাকে পাঠাবেন ইনশাআল্লাহ।
আমি কামলা হিসেবে আমার কাজের মজুরি চাই, উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিবেন।
এসময় এমপি জোয়াহেরুল ইসলাম এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, জেলা পরিষদ সদস্য মোঃ আনোয়ার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতায়োর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, অধ্যাপক নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।