বাসাইল থানার ওসির বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

0
61

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শাতাধিক লোকজন অংশ নেয়। এ সময় তারা সম্প্রতি বদলির আদেশ পাওয়া বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
গত বছরের ১ মার্চ ওসি মো. মোস্তাফিজুর রহমান বাসাইল থানায় যোগ করেন। যোগদানের পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা বজায় রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বর্তমান সময়ে এর সুফল পাচ্ছেন উপজেলার সর্বস্থরের মানুষ।
মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধা চানু খান বলেন, বাসাইল থানার বর্তমান ওসি মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ আমাদেরকে ব্যথিত করেছে। তাঁর মতো ওসি বাসাইলে প্রয়োজন। আমি তাঁর বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাংঘঠনিক সম্পাদক মোস্তফা খান রাজীব বলেন, ওসি মো. মোস্তাফিজুর রহমান বাসাইল উপজেলার অসংখ্য দিন মজুর শ্রমিকসহ সর্বস্থরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। বাসাইলবাসী তাঁর বদলির আদেশ প্রত্যাহার চায়।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়মিত বদলি। শনিবার বাসাইল থানায় নতুন ওসি যোগদান করবেন বলেও তিনি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here