নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ‘মাদকের ভয়াবহতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি শনিবার সকালে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। যুব সমিতির সভাপতি সারোয়ার পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বাদল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তোলা মিয়া, কচুয়া বণিক সমিতির সভাপতি শামসুল আলম, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত শাজাহান, আবদুর রহিম দিপু, দেওয়ান শওকত ওসমান, ফজলুল হক বাপ্পা শাহ আলম সৈকত, লাল মাহমুদ, মাসুদ রানা, মইনুল ইসলাম মুক্তা প্রমুখ। যুব সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দারসহ শিক্ষক ছাত্র অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ্য সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি সারোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন বলেন, সুস্থ দেশ ও জাতি গঠনে তাদের মাদকবিরোধী এই সমাবেশ অব্যাহত থাকবে।
–এসবি/সানি