সখীপুরে হরতাল বিরোধী সমাবেশ

0
34

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি। হরতাল ডেকে মাঠে নেই দুই দলের নেতাকর্মীরা। উপজেলার মূল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এ ছাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমও চলেছে স্বাভাবিক গতিতে। এদিকে দিনব্যাপী হরতালের কোনো কার্যক্রম চোখে না পড়লেও আজ রোববার সন্ধ্যায় মোখতার ফোয়ারা চত্বরে হরতাল বিরোধী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সখীপুরে হরতাল বিরোধী সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সখীপুর বার্তা। 

এ ছাড়া সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে সাবেকে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, আতিকুর রহমান বুলবুল, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, কেবিএম রুহুল আমীন, আহাম্মদ আলী মিঞা, আনছার আলী আসিফ, এমএ সবুর প্রমুখ বক্তব্য দেন।

 

এসবি/ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here