নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি জামাতের নৃশংস বর্বরতার প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ। আজ বুধবার বেলা ১১টার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে অবরোধের নামে বিএনপি জামাতের জ্বালাও-পোড়াও ও নৃশংসতা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন বক্তব্য দেন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, সদস্য রেনু বেগমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি