নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এক ইউনিয়নে সাতটি সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব সড়কের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা বাজারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার আলী আসিফের সভাপতিত্বে পৌর মেয়র আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, প্রফেসর আলীম মাহমুদ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম একই দিনে অন্যান্য ইউনিয়নে পৃথক তিনটি সড়ক উদ্বোধন করেন।
–এসবি/সানি